রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নোয়াখালীর সুবর্ণচরে সংবাদ সংগ্রহ করার সময় দৈনিক নোয়াখালী প্রতিদিনের প্রতিবেদক ও ডেইলি অবজারভার পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি মো. ইমাম উদ্দিন সুমনের উপর উপজেলার চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কর্তৃক হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বেলা ১২টার সময় সুবর্ণচর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে সুবর্ণচর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সহকর্মীর উপর হামলার বিচার দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন- দৈনিক খোলা কাগজের সুবর্ণচর প্রতিনিধি আব্দুল কাইয়ুম, দৈনিকভোরের কাগজের সুবর্ণচর প্রতিনিধি লিটন চন্দ্র দাস, আমাদের সময় প্রতিনিধি ছানা উল্যাহ, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ইউনুছ শিকদার, দৈনিক কালের ছবির প্রতিনিধি একেএম ইব্রাহিম খলিল, সচিত্র নোয়াখালীর প্রতিনিধি মো. আলী আক্কাছ ও দৈনিক দিন প্রতিদিন প্রতিনিধি মো. সাহাবুদ্দিন, দৈনিক নয়াদিগন্ত সুবর্ণচর সংবাদদাতা আরিফুল ইসলাম প্রমুখ।
এসময় আরো উপস্থিত সাংবাদিকরা অতি দ্রæত অভিযুক্ত মোজাম্মেল চেয়ারম্যানকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নোয়াখালীর সুবর্ণচররের চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের বাড়ির কেয়ারটেকার ইসমাইল (৪৮), এর রহস্যজনক মৃত্যু হয়েছে। কেয়ারটেকারের মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক মোহাম্মদ ইমাম উদ্দিন সুমনের ওপর হামলা চালায় চরবাটা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল ও তার লোকেরা। ঘটনাস্থলে উপস্থিত থাকা চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন চৌধুরী তখন সংবাদকর্মীকে উদ্ধার করে।
এ ঘটনায় চেয়ারম্যান মোজাম্মেলকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন সুমন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।