Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক ভন্ডামি নগ্নতা যৌনতাসহ সকল অপরাধ ও অনিষ্ঠের উৎস

মাওলানা নাজমুল ইসলাম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

নরসিংদী জেলা শহরের বায়তুল আমান জামে মসজিদের খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নাজমুল ইসলাম বলেছেন, মদ ও মাদক হচ্ছে সকল প্রকার নোংরামি, ভন্ডামি, নগ্নতা, যৌনতা, অনাচার, অবিচার, বিভিন্নমুখী অপরাধ আর অনিষ্টের উৎস। মদ ও মাদক এমনই একটি ভয়াবহ নেশা যে একজন ব্যক্তি মদ পান করলে শুধু সে ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় তার গোটা পরিবার। আর এর প্রভাব পড়ে সমাজ রাষ্ট্রীয় কাঠামোর উপর। যে মদ পান করে, মাদক সেবন করে সে সকল ধরনের অপরাধ করতে পারে।

তিনি বলেন, বনি ইসরাইলের এক মহিলা এক আবেদনে তিনটি অপশন দিয়েছিল। প্রথম অপশন ছিল একজন মহিলাকে ধর্ষণ করা, দ্বিতীয় অপশন ছিল একজন মহিলার একটি শিশুকে খুন করা, এবং তৃতীয় অপশন ছিল গøাসভর্তি মদ পান করা। লোকটি বহু চিন্তা ভাবনা করে খুন, ধর্ষণ বাদ দিয়ে সে শুধু রাখা মদগুলো পান করল। এই মদ পান করার পর সে নেশাগ্রস্ত হয়ে কান্ডজ্ঞান হারিয়ে ফেলে। এবং পরে লোকটি একে একে খুন ধর্ষণ সবই সে করে ফেলে। এগুলো ইসলামের ইতিহাসে লেখা রয়েছে। এজন্যই ইসলামে মদ্যপান হারাম করা হয়েছে। যে ব্যক্তি মদ্যপান করবে ৪০ দিন পর্যন্ত তার কোন নামাজ কবুল হবে না। মদ্যপান ও নেশাগ্রস্ত অবস্থায় মারা গেলে তাকে জাহেলদের সাথে জান্নামে নিক্ষেপ করা হবে। মদ ও মাদকে ভালো কোন দিক নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ