রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বড়াইগ্রামে প্রকাশ্যে জুম্মার নামাজের সময় মসজিদের সামনে রাখা মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে বড়াইগ্রামের ইসলামপুর (কালিবাড়ি) জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এর আগে গত ৫ জুলাই উপজেলার মকিমপুরে দিনের বেলায় গুলি করে এক কলেজ ছাত্রকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের রেশ কাটতে না কাটতেই এ ঘটনা ঘটলো। চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক আব্দুল কাদের বড়াইগ্রাম পৌরসভায় নলকূপ মিস্ত্রী হিসাবে কর্মরত। তিনি বড়াইগ্রাম মহল্লার মৃত আবু সাঈদের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য আব্দুল কাদের মসজিদে ঢোকেন। এ সময় তিনি মসজিদের সামনে তার ডিসকভার মোটর সাইকেলটি (নাটোর হ ১২-৩৫৬৯) রেখে যান। নামাজ শেষে বাইরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। পরে আশেপাশে খোঁজাখুঁজি করেও আর সেটি পাওয়া যায়নি।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শিবলু জানান, তারা লিখিত অভিযোগ করবে বলে জানিয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।