রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁদপুরের কচুয়ার উত্তর নোয়াগাঁও গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষে আলাউদ্দিনের স্ট্যাম্পের আঘাতে গুরুতর আহত হয়ে জুনাইদ হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্র ৫ মাস পর ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে উপজেলার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রের্নীর ছাত্র। জানা যায়, গত ৭ মার্চ রাতে উপজেলার উত্তর নোয়াগাঁও গ্রামে স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত শর্ট বাউন্ডারি নাইট কাপ মিনি ক্রিক্রেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। ওই খেলার শেষ পর্যায়ে রান নেয়াকে কেন্দ্র করে নোয়াগাঁও গ্রামের ইউসুফ মিয়ার ছেলে জুনাইদ হোসেন ও প্রতিপক্ষ একই গ্রামের খোরশেদ আলমের ছেলে আলাউদ্দিনের মাঝে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে আলাউদ্দিন উত্তেজিত হয়ে স্ট্যাম্প দিয়ে খেলোয়ার জুনাইদ হোসেনের মাথায় আঘাত করে। এতে জুনাইদ হোসেন ঘটনাস্থলে মাঠিতে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ছুটে এসে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্কুল ছাত্র জুনাইদ হোসেনকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরন করে। ওই হাসপাতালে ৫ মাস চিকিৎসার পর গতকাল শুক্রবার সকালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।