পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ঈদুল আযহা উপলক্ষ্যে টেলিভিশন ক্রেতাদের জন্য প্রতিদিন ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগ দিচ্ছে মার্সেল। এই ঈদে দেশের যে কোনো মার্সেল শোরুম থেকে টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা প্রতিদিনই নতুন ফ্রিজ ফ্রি পেতে পারেন।
এদিকে স্থানীয়ভাবে উৎপাদিত উন্নত প্রযুক্তির টেলিভিশন দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে দেশব্যাপী ‘টিভি এক্সচেঞ্জ অফার’ শুরু করেছে মার্সেল। এর আওতায় গ্রাহকরা যে কোনো ব্র্র্যান্ডের সচল বা অচল সিআরটি টিভি বদলে কিনতে পারবেন মার্সেলের ‘এন্ড্রয়েড ৭’যুক্ত অপারেটিং সিস্টেমের ৮১৩ মিলিমিটারের (মিমি) নতুন স্মার্ট এবং ৫০৮ মিমি, ৬১০ মিমি ও ৮১৩ মিমি নতুন এলইডি টিভি।
সূত্রমতে, গ্রাহকরা দেশের যে কোনো মার্সেল শোরুমে পুরনো সিআরটি টিভি জমা দিয়ে তার পরিবর্তে মার্সেলের ১০ হাজার ৯’শ টাকা মূল্যের ৫০৮ মিমি (MSE20BX6/ ME1-BX20-RT200) নতুন এলইডি টিভি পাবেন ৮ হাজার ৯’শ টাকায়, ১১ হাজার ৯৯০ টাকা মূল্যের ৬১০ মিমি (M24D19) এলইডি টিভি পাবেন ৯ হাজার ৯’শ টাকায় এবং ১৬ হাজার ৫’শ টাকা মূল্যের ৮১৩ মিমি (M32Q20) এলইডি টিভি মাত্র ১৩ হাজার ৬’শ টাকায়। পাশাপাশি ২১ হাজার ৯’শ টাকা মূল্যের ৮১৩ মিমি (ME4-DH32-BX220/ ME4-DH32-BY220) এন্ড্রয়েড স্মার্ট টিভি কিনতে পারবেন ১৮ হাজার ৯’শ টাকায়।
কর্তৃপক্ষ জানায়, মার্সেল টিভিতে এসব সুবিধা ১৫ জুলাই থেকে ৩১ আগস্ট, ২০১৯ পর্যন্ত উপভোগ করতে পারবেন ক্রেতারা।
মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ঈদ বিনোদন উপভোগের অন্যতম একটি মাধ্যম হলো টেলিভিশন। এদিকে কোরবানি ঈদে গোসত সংরক্ষণের পাশাপাশি সাধারণ তাগিদেও ফ্রিজের চাহিদা রয়েছে। এরই প্রেক্ষিতে, কোরবানি ঈদে মার্সেল টিভি কিনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতাদের জন্য প্রতিদিনই ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগ দেয়া হচ্ছে।
মার্সেল ব্র্যান্ড ডেভলপমেন্ট বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাসিমা আক্তার বলেন, টেলিভিশন প্রযুক্তির ধারাবাহিক উৎকর্ষতায় সিআরটি টিভিকে হটিয়ে এলসিডি ও পরবর্তীতে এলইডি টিভি বাজারে জায়গা করে নিয়েছে। ঝকঝকে ছবি, জোড়ালো শব্দ এবং চোখের ক্ষতি না হওয়ায় এলইডি (লাইট এ্যামিটিং ডায়োড) টিভি অতি দ্রুত ক্রেতাদের মন জয় করে নিয়েছে। এদিকে দেশেই নিজস্ব কারখানায় সর্বাধুনিক প্রযুক্তিতে আন্তর্জাতিকমানের এলইডি ও স্মার্ট টিভি তৈরি করছে মার্সেল। প্রযুক্তির এই সুফল সকল শ্রেণী, পেশার মানুষের কাছে পৌঁছে দিতে ‘টিভি এক্সচেঞ্জ অফার’ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, মার্সেল টিভিতে ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি ৮১৩ মিমি বা তদুর্দ্ধ সাইজের এলইডি ও স্মার্ট টিভির প্যানেলে রয়েছে ৪ বছরের গ্যারান্টি সুবিধা। আছে সহজ কিস্তি সুবিধা। গ্রাহক পর্যায়ে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে রয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টম। যার আওতায় দেশব্যাপী বিস্তৃত আছে ৭০ টিরও বেশি সার্ভিস সেন্টার। যেখানে কাজ করছেন আড়াই হাজারেরও বেশি সার্ভিস এক্সপার্টস।
উল্লেখ্য, ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর নির্দেশনা অনুযায়ী টেলিভিশনের সাইজ নির্ধারণের ক্ষেত্রে মিটার ও মিলিমিটার ব্যবহার করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।