Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীবরদীতে ছেলের হাতে মা খুন

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদীতে উপজেলার পূর্ব গিলাগাছা গ্রামে বানেছা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড ছেলে। ওই পাষণ্ড ছেলের নাম আবু বকর। এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত বানেছা বেগম ওই এলাকার শাহ আলীর স্ত্রী।
শ্রীবরদী থানার ওসি এস আলম জানান, আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, পারিবারিক কলহের জেরে দুপুরে আবু বকর শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও ঘটনায় জড়িত অভিযোগে আবু বকরকে গ্রেপ্তার করে। লাশ শ্রীবরদী থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ