বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কবিরহাট (নোয়াখালী)উপজেলা সংবাদদাতা :নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ও ঘোষবাগ ইউনিয়নে বজ্রপাতে নূর ইসলাম (৩২) এবং রফিক উল্যা (৫০) নামের ২ জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের শেখ আহমদের বাড়ির আইয়ুব আলীর ছেলে নূর ইসলাম ও ঘোষবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরআলগী গ্রামের আবুল হোসেনের ছেলে রফিক উল্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে তাদের পার্শ্ববর্তী গ্রাম সোনাদিয়ায় ট্রাক্টর দিয়ে তার ধান খেতে চাষ দিচ্ছিলেন নূর ইসলাম। দুপুরে বৃষ্টি শুরু হলে বৃষ্টির মধ্যেও কাজ অব্যাহত রাখেন নূর ইসলাম। দুপুর ১২টার দিকে ট্রাক্টরের ওপর থাকা অবস্থায় বজ্রপাতে নূর ইসলাম মারা যান।
অপরদিকে দুপুর ১টার দিকে চরআলগী গ্রামে নিজের বাড়ির পাশে শ্রমিকদের সঙ্গে নিজের খেতে কাজ করছিলেন রফিক উল্যা। বৃষ্টি শুরু হওয়ার পর পার্শ্ববর্তী দোকান থেকে শ্রমিকদের জন্য খাবার নিয়ে পুনরায় খেতের দিকে যাওয়ার সময় বজ্রপাতে মারা যান রফিক উল্যা।
কবিরহাট থানার ওসি মোক্তার হোসেন বজ্রপাতে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।