Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে নবনির্বাচিত চেয়ারম্যানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাটে নবনির্বাচিত এক চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতরাতে ভাতসা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ভাতসা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদকে (৫৩) এবং পথচারী নয়ন (৩৪)।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, গত ৩১ মার্চ দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র ভাবে অংশগ্রহণ করে চেয়ারম্যান নির্বাচিত হন এ কে আজাদ। শনিবার রাতে দুর্গাদহ বাজার থেকে মোটরসাইকেল-যোগে বাড়িতে ফিরছিলেন তিনি। পথে গোপালপুর ও কোঁচকুঁড়ি গ্রামের মাঝামাঝি এলাকায় মুখোশধারী দুর্বৃত্তরা চেয়ারম্যানের মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
আজাদের চিৎকারে নয়ন নামে এক পথচারী এগিয়ে গেলে উভয়কেই গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি বলেও জানান তিনি।
‘কী কারণে, কারা ইউপি চেয়ারম্যান এ কে আজাদের ওপর এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষনিকভাবে জানা যায় নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী যারাই হোক,প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’ বলে জানান পুলিশ সুপার (এসপি) মোল্লা নজরুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ