Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনন্তর দিন-দ্য ডে’র শুটিং শেষ পর্যায়ে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত’র নতুন সিনেমা দিন-দ্য ডে’র শূটিং শেষ পর্যায়ে রয়েছে। দীর্ঘ প্রায় দেড় মাস ইরানের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শূটিং শেষে তিনি দেশে ফিরেছেন। গত ঈদের আগের দিন ইউনিট নিয়ে তিনি ইরান যান। ইরানের বিভিন্ন ঐতিহাসিক ও মনোরম লোকেশনে সিনেমাটির প্রায় পঁচাত্তর শতাংশের শূটিং করেছেন বলে জানিয়েছেন অনন্ত। তিনি বলেন, ইরানের ঐতিহাসিক স্থানগুলোর প্রতি গুরুত্ব দিয়ে আমরা শূটিং করেছি। বিভিন্ন দৃশ্যের পাশাপাশি গানেরও শূটিং করেছি। বিশেষ করে আমি ও বর্ষা একটি ইরানি গানে অংশ নিয়েছি। গানটি বেশ মেলোডিয়া। ইতোমধ্যে সিনেমাটির চারভাগের তিন ভাগ শূটিং শেষ হয়েছে। তিনি জানান, সিনেমাটির পরবর্তী শূটিং হবে তুরস্কে। আগামী কোরবানি ঈদের ছুটিতেই তুরস্কের অংশটুকু শেষ করার ইচ্ছে রয়েছে। এ লক্ষ্যে প্রস্তুতিও নিচ্ছেন। উল্লেখ্য, সিনেমাটির শূটিং ইতোমধ্যে বাংলাদেশ, ইরান ও আফগানিস্তানের দুর্গম এলাকায় হয়েছে। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় দিন-দ্য ডে পরিচালনা করছেন ইরানি পরিচালক মুস্তাফা অতাশ জমজম। চলতি বছরই সত্যিকার অর্থে বিশ্বমানের সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে অনন্ত জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ