প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনয়ের পাশাপাশি আলিয়া ভাট একজন দক্ষ কণ্ঠশিল্পীও। তিনি সঙ্গে তার পারঙ্গমতা প্রমাণ করেছেন ‘বদরিনাথ কি দুলহানিয়া’ (২০১৭), ‘ডিয়ার জিন্দেগি’ (২০১৬), উড়তা পাঞ্জাব’ (২০১৬), ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ (২০১৪) এবং ‘হাইওয়ে’ (২০১৪) ফিল্মগুলোতে প্লেব্যাক করে। এবার তিনি আসন্ন ‘সড়ক টু’ ফিল্মের জন্য আনকোরা রোমান্টিক গান রেকর্ড করেছেন। গানটি কম্পোজ করেছেন জিত গাঙ্গুলী। আলিয়া তার বাবা মহেশ ভাটের পরিচালনায় প্রথমবার কাজ করছেন ‘সড়ক টু’তে। মহেশ এই ফিল্মটি দিয়ে দুই দশক পর পরিচালনায় ফিরছেন। “জিত গাঙ্গুলী তার যন্ত্র অনুষঙ্গ রেকর্ড করার পর গানের কথা নিয়ে কাজ ধরা হয় তিনি আলিয়ার কণ্ঠের গভীরতা আর ভয়েস মডুলেশন বুঝতে চেয়েছিলেন। পরে গানের কথা নতুন করে লেখা হয় মহেশ ভাটের তদারকিতে। এটি একটি রোমান্টিক গান। গানটি আসবে কাহিনীর এক নাটকীয় সময়ে আগস্টে উটি শিডিউল থেকে ফেরার পরই গানটি চূড়ান্তভাবে রেকর্ড করা হবে,” এক বিবৃতিতে বলা হয়। ‘সড়ক টু’তে আলিয়া ছাড়া অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্ত, পূজা ভাট; শেষের দুজন মূল চলচ্চিত্রে (১৯৯১) নায়ক-নায়িকা ছিলেন। আগামী বছর জুলাইতে ‘সড়ক টু’ মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।