Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে ৬ রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে যশোরের চৌগাছা উপজেলার ৬ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাস মালিক সমিতির লাইন সেক্রেটারি আর্মি শাহাজান তার পুরাতন ভাংড়ি বাসটি বিক্রয় করে দিয়ে সম্প্রতি একটি টাটা বাস ক্রয় করে নিয়ে আসে। আজ রোববার সকালে শাজাহানের নতুন বাসটির প্রথম ট্রিপ ছিল।
কিন্তু বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, এ বাস এ সড়কে চালানো যাবে না, তাই বলে তারা বাসটির ট্রিপ বাতিল করে দেয়। এসময় শাহাজানের বাসের শ্রমিকরা বাসটি টিকিট কাউন্টারের সামনে আড়াআড়ি রেখে দেয়। পরবর্তীতে অন্যান্য শ্রমিকরা শাহাজানের পক্ষে যোগ দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ