Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নান্দাইলে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি : নিহত ১

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:০৩ এএম

নান্দাইলে রোববার গভীর রাতে উপজেলার অরণ্যপাশা ও বারইগ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকরি ঘূর্ণিঝড়ে উঠতি ফসলসহ গাছপালা, শতাধিক ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের সময় গাছের ডাল ঘরের ওপর ভেঙ্গে চাপা পড়ে অরণ্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র অরণ্যপাশা গ্রামের মৃত হাদিছ মিয়ার ছেলে রুমান (১১) মারা যায়। খবর পেয়ে সোমবার সকালে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করেন। তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত রুমানের পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ