Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

টিকটক ভিডিও বানাতে সুরমায় ঝাঁপ

তিন দিন পর মিলল লাশ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:০৩ এএম

টিকটক ভিডিও বানাতে সুরমা নদীতে ঝাঁপ দিয়েছিল সিলেটের আব্দুস সামাদ (১৮)। উদ্দেশ্য ছিল ধীরগতিতে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে বাহবা পাওয়া! এ নিয়ে বন্ধুর সঙ্গে বাজিও ধরেছিল সে। কিন্তু সুরমায় ডুবে তার সে স্বপ্নের মৃত্যু হয়েছে। নিখোঁজের ৩ দিন পর ভেসে উঠেছে তার লাশ।

গতকাল সোমবার তার লাশ সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা সংলগ্ন সুরমা নদীতে ভেসে ওঠে। স্থানীয়রা নদীতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মহানগরের জালালাবাদ থানার ওসি অকিল বলেন, দুর্ঘটনাস্থল আমাদের থানা এলাকায় হলেও লাশ যেখানে ভেসে উঠেছে ওই এলাকাটি বিশ্বনাথ থানার অধীভুক্ত। তাই ওই থানার পুলিশ লাশ উদ্ধারের পর সুরতহাল করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এর আগে গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংলগ্ন তেমুখি এলাকায় সুরমা নদীর শাহজালাল তৃতীয় সেতু থেকে ঝাঁপ দিয়ে সেøা-মোশনে টিকটক ভিডিও বানানোর জন্য বাজি ধরে তিন বন্ধু। পরিকল্পনা হলো সামাদ ও মিলন ঝাঁপ দেবে। আর ভিডিও করবে অভি। তাই-ই হয়েছিল। কিন্তু ঝাঁপ দেওয়ার পর মিলন সাতরে তীরে উঠলেও সামাদ পারেনি। মৃত আব্দুস সামাদ সিলেটের বাগবাড়ির মৃত সামসুল হকের ছেলে।

এ বিষয়ে তীরে ফিরতে পারা চিকিৎসাধীন মিলন ও তার বন্ধু অভি জানায়, এইদিন তারা তিনজনে বাগবাড়ি জামে মসজিদে আসরের নামাজ পড়ে সেতু থেকে সেøা-মোশনে নদীতে পড়ার ভিডিও ধারণের জন্য বাজি ধরে। তারা তিনবন্ধুই নগরীর বিভিন্ন বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ