প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মাস্টার অফ হরর হিসেবে খ্যাত ঔপন্যাসিক স্টিফেন কিং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেছেন, “এটি হল আমার বুগিম্যান (জুজু বুড়ি সমার্থক), আর আমি আসলে তাকে মার্কিন রাজনৈতিক দৃশ্যপটে তাকে দেখতে চাইনি।” লেখনী দিয়ে পাঠককে কিভাবে আতঙ্কিত, ভীত, শঙ্কিত করতে হয় তা ভালভাবেই জানের স্টিফেন কিং। সুতরাং তিনি যদি বলেন তার গল্পের চেয়েও তাকে যদি কিছু বেশি আতঙ্কিত করে তা ঘাড়ের পেছনের চুল খাড়া করার জন্য যথেষ্ট। কিংকে একটি সাক্ষাতকারে যখন জিজ্ঞাসা করা হয় ডনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি তার যেকোনো উপন্যাস থেকে বেশি ভীতিকর কিনা তিনি দ্বিরুক্ত না করেই বলেন, “সংক্ষিপ্ত জবাব হল ‘হ্যাঁ;, আমি মনে করি তিনি তার চেয়েও ভীতিকর। তিনি ‘রিয়েল এস্টেট ঠগবাজ’ থেকে রাজনীতিতে আসা এই বক্তৃতাবাজের উত্থানকে তার ১৯৭৯ সালে প্রকাশিত উপন্যাস এবং তা অবলম্বনে ১৯৮৩র চলচ্চিত্র ‘দ্য ডেড জোন’-এর সঙ্গে তুলনা করেন। “আমি একসময় একধরণের বিশ্বাস করতে শুরু করি যে, এমন একজন মানুষের উত্থান হবে যে মূলধারা থেকে বাইরে থেকে এমন সব কথা বলতে শুরু করবে যা মার্কিন জনগণের কল্পনাকে আকৃষ্ট করবে,” কিং বলেন। তিনি কাহিনীর গ্রেগ স্টিলসন চরিত্রটির সঙ্গে ট্রাম্পের তুলনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।