রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গতকাল সোমবার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়ানে এক কোটি চুয়াল্লিশ লাখ টাকা ব্যয়ে বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-এর নতুন ভবনটি মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা কামন্ডার (বর্তমান দায়িত্বরত) মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মো. শিবলী সাদিক (এমপি) দিনাজপুর-৬, বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম (রাজু) মেয়র, লিয়াকত আলী সরকার (টুটুল), উপজেলা ইঞ্জিনিয়ার মাহবুব জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ, হাবিবুর রহমান প্রমুখ। অপর দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতল ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিশেষ এলাকা বিরামপুরে জন্য বরাদ্ধ ৩৩ লাখ টাকার বিভিন্ন উপকরণ সমতল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সদস্যদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে অডিটোরিয়মে হল রুমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো. শিবলী সাদিক এমপি। তিনি বলেন, বতর্মান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃগোষ্ঠী জীনবমান উন্নয়নের জন্য নিরালসভাবে কাজ করে যাচ্ছেন, তিনি উপজাতীদের উন্নয়নে কাজ করার জন্য এবং তাদের শিক্ষার উপর গুরত্ব দেয়ার আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।