Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙ্গুনিয়ায় পৌর বাজেট ঘোষণা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

রাঙ্গুনিয়া পৌরসভার ২০১৯-২০২০ সদরে ২১ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ৯৯০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল পৌরসভা মলিনায়তনে পৌরসভা ময়ের আলহাজ মো. শাহজাহান শিদারদার বাজেট পেশ করেন।

২০১৯-২০২০ সনের রাজস্ব আয় ধরা হয়েেছ ২, ৫১, ৬০, ০০০/- টাকা, রাজস্ব ব্যয় ২, ০৭, ৮৫, ০০০/- টাকা এবং রাজস্ব সমাপনী স্থতি ৪৩, ৭৫, ০০০/- টাকা ও সরকার হতে উন্নয়ন তহবলি আয় ১৬, ২৫, ৪০, ৭৩১/- টাকা, উন্নয়ন তহবলি হতে সরকারি মঞ্জুরি বাবদ ব্যয় ১৭, ১১, ৫০, ০০০/- টাকা ধরে মোট আয় ২১, ৫০, ৮৮, ৯৯০/- টাকা, র্সবমোট ব্যয় ১৯, ১৯, ৩৫, ০০০/- টাকা এবং সমাপনী স্থতি ২, ৩১, ৫৩, ৯৯০ টাকা।

বাজটে পেশকালে পৌরসভা মেয়র আলহাজ¦ মো. শাহজাহান সিকদার পৌরবাসীর কাছে কর ট্যা´ পরিশোধ করার আহবান জানিয়ে বলনে, আধুনিক নগরায়ন গড়ার লক্ষ্যে রঙ্গুনিয়া পৌরসভা এলাকায় গত সাড়ে ৩ বছরে ১৫ কোটি টাকার বিশেষ বরাদ্দ পাওয়া গেছে। ৭ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে পৌর অডিটরিয়াম নির্মাণ প্রকল্পরে কাজ শতকরা ৮০% কাজ সমাপ্ত হয়েছে।

সৌর বিদুৎতায়ন, পৌর পলিশ, ডাস্টবিন নির্মাণ, রোড রোলার ও র্গাভজে ট্টাক, স্বাস্থ্য সম্মত টয়লটে ব্যবহার, বৃক্ষরোপন র্কমসূচী, আধুনিক কসাইখানা নির্মাণ, গুরুত্বর্পূণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, মাস্টার প্ল্যান, পৌর অডটিরিয়াম নির্মাণ, কম্পিউটারাইজড পৌরকর প্রস্তুত ও সরবরাহ করন, বশ্বি ব্যাংক প্রকল্প, অবকাঠামো উন্নয়ন ২০১৯-২০২০ র্অথবছররে প্রস্তাবিত বাজটে উপস্থাপন করা হয়।

অধবিশেনে বক্তব্য রাখনে, পৌর সচিব মোহাম্মদ আল হেলাল, উপজেলা আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের উপজেলা সম্পাদক সামশুল আলম চেয়ারম্যান, কাউন্সিলার মোহাম্মদ সেলিম, মো. জালাল উদ্দনি, লোকমানুল হক তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগরুল ইসলাম জিগার।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল আলম, পৌরসভা হিসাব রক্ষক আলী মো. এরশাদ, উপজলো আওয়ামীলীগ নেতা জসিম উদ্দনি তালুকদার, কাউন্সিলার মো. নুরুল আবছার জসমি, মো. সিরাজুল ইসলাম, মো. আসাদুজ্জামান খাঁন, তারিকুল ইসলাম চৌধুরী, মো. এনাম উদ্দনি আইয়ুব, সংরক্ষিত মহলিা কাউন্সলির জসেমনি আকতার, ইয়াছমিন আকতার, নূর জাহান বগেম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. আকাশ আহমদ, সহ-সভাপতি নুরুল আবছার চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ