Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রী হত্যার পর স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

 চাঁদপুরে স্ত্রী বেবী আক্তারকে হত্যা করার পর আত্মহত্যা করেছেন স্বামী খোরশেদ আলম পাটওয়ারী। গতকাল রোববার সকালে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের পশ্চিম গুলিশা গ্রামের নিজ বাড়িতে স্ত্রীকে হত্যার পর শহরের মিশন রোড এলাকায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন স্বামী। পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্বজনরা জানিয়েছেন।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুর রব জানান, রোববার সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় কুমিল্লা থেকে চাঁদপুরগামী ডেমু ট্রেনের নিচে ঝাঁপ দেয় খোরশেদ আলম পাটোয়ারী (৬০)। তাৎক্ষণিক তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

তিনি জানান, এর আগে রোববার ভোরের দিকে স্ত্রী বেবী বেগম (৪২)কে নিজ বসতঘরে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে খোরশেদ। নিহত বেবী বেগমের ভাই মফিজুল ইসলাম জানান, রোববার সকালে তার বোন জামাই খোরশেদ আলম ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পর সদর হাসপাতাল থেকে তার মৃত্যু সংবাদ আসে। দ্রæত তারা সংবাদটি দিতে বোনের বাড়িতে গিয়ে দেখেন দরজায় তালা দেয়া। পরে তালা ভেঙে ভিতরে ঢুকে বেবী বেগমের রক্তাক্ত লাশ দেখতে পায়।

নিহত বেবী বেগমের মেজো মেয়ে আয়শা আক্তার জানান, আমার বাবা প্রায়ই মায়ের গায়ে হাত তুলতো। বাবা আগে সিএনজি চালাতো, কিন্তু অনেক দিন ধরে তিনি বেকার। আমরাই খরচ চালাতাম। এ নিয়ে বিভিন্ন সময় মার সাথে কথা কাটাকাটি হতো।
বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে তার সঠিক কোন কারণ জানা যায়নি। প্রায়ই খোরশেদ আলম তার স্ত্রীকে মারধর করতো। নিহত দম্পতির ৩ মেয়ের সকলেরই বিয়ে হয়ে যাওয়ায় খোরশেদ ও তার স্ত্রী বেবী একাই বাড়িতে থাকতেন। পুলিশ পরিদর্শক আব্দুর রব বলেন, কি কারণে এমন ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ