Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিপ্তীর মুখমন্ডল পুড়িয়ে দেয়া হয় হত্যার পর

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

নিখোঁজের দুইদিন পর মাদারীপুর শহরের পাকদী এলাকার একটি পুকুর থেকে শনিবার সন্ধায় উদ্ধার হওয়া কিশোরীর লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম দিপ্তী। নিহত কিশোরী মাদারীপুর সদর উপজেলার চরনচনা গ্রামের মজিবর ফকিরের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। শহরের পাকদী এলাকায় একটি পুকুরে ওই কিশোরীর বিবস্ত্র লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তবে প্রথমদিন লাশের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে পুলিশ জানায় ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিপ্তী গত বুধবার সকালে মাদারীপুর মহরে বোনের বাড়ি বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে বেড়ানো শেষে গ্রামে বাড়ি রওয়ানা দেয়। এর পর থেকেই নিখোঁজ ছিলো। শনিবার সন্ধায় শহরের পাকদী এলাকার একটি পুকুর থেকে একটি কিশোরীর লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা গতকাল রোববার সকালে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে এসে লাশ দেখে তা দিপ্তীর বলে সনাক্ত করে। নিহত কিশোরীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মুখমন্ডল আগুন দিয়ে পুড়িয়ে ঝলসে দেয়া হয়েছে। পেটে উপর ছুড়িকাঘাত করা রয়েছে। লাশটি ছিলো বিবস্ত্র।

নিহতের চাচা গোলাম মাওলা ফকির বলেন, দিপ্তী বুধবার বোনের বাড়ি বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার বেড়ানো শেষে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। এর পর থেকে সে নিখোঁজ ছিলো। পরে আমার খবর পাই একটি মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার হাসপাতালের মর্গে এসে লাশ দেখে তার পরিচয় নিশ্চিত করি। আমরা ধারণা করছি কেউ অপহরণ করে নিয়ে গিয়ে দিপ্তীকে হত্যা করেছে। মেয়েটি মুখমন্ডল পুড়িয়ে দেয়া হয়েছে। আমার এর বিচার চাই। পরিবারের ধারণা ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, কিশোরী পরিচয় পাওয়া গেছে। ধর্ষন এবং হত্যা সেটা ময়নাতদন্ত প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে। তবে মামলা হবে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ