Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেসবুকে অভিযোগ

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে টোকিও ফুড কারখানা ও বনফুল এন্ড কোং’কে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ ম্যাধ্যম ফেইসবুকে অভিযোগের ভিত্তিতে য় টোকিও ফুড কারখানায় অভিযান পরিচালনা করা হয়। খাবার তৈরির পরিবেশ স্যাঁতসেঁতে (ভেজা ফ্লোর) অপরাধে টোকিও ফুড কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানার বর্জ্র ব্যবস্থাপনার বিষয়ে স্থানীয় জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে তা পরিদর্শন করে বর্জ্র ব্যবস্থাপনার আধুনিকায়ন ও পরিবেশ বান্ধব করার জন্য ১ মাসের সময় দেয়া হয়।

অপরদিকে, জেলা শহরে বনফুল এন্ড কোং এ অভিযান চালিয়ে পণ্যের গায়ে মূল্য না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিপণনের উদ্দেশ্যে প্রদর্শন, ফ্রিজে কাঁচা-রান্না খাবারের মিশ্রণ, কিচেনে স্যাঁতসেঁতে ফ্লোর ও বর্জ্য নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় ৩৫হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ