Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি

আইএসপিআর | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল রোববার জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০১৯ এর অংশ হিসেবে ঢাকা সেনানিবাসের ‘বোট ক্লাব’ শহীদ মোস্তফা কামাল লাইন এলাকায় বৃক্ষচারা রোপণের মাধ্যমে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন। সেনাবাহিনী প্রধান একই সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেনাবাহিনীর সকল সেনানিবাসে বৃক্ষরোপন সপ্তাহ উদ্বোধন করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসময় ঢাকা সেনানিবাসের উর্র্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং সকল ইউনিট/সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এবছর ঢাকা অঞ্চলে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন প্রজাতির (ফলজ/বনজ/ফুল) গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন সেনানিবাসে প্রায় দুই লক্ষ বৃক্ষ রোপণ করা হচ্ছে। বরাবরের মতো এবারও সেনাবাহিনী বৃক্ষরোপণ ও বনায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উৎসাহিত করাই বৃক্ষরোপণ কর্মসূচী-২০১৯ এর উদ্দেশ্যে। -আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ