Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালো নাটক না পেলে অভিনয়ে ফিরব না -মাহফুজ আহমেদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

দীর্ঘদিন ধরে অভিনয়ে পাওয়া যাচ্ছে না অভিনেতা মাহফুজ আহমেদকে। তার কোনো নাটক এখন টিভিতে দেখা যায় না। দুয়েকটা যা দেখা যায়, তা আগের করা নাটক। মাহফুজ আহমেদ অভিনয় থেকে দূরে থাকার কারণ সম্পর্কে বলেন। অনেক দিন ধরেই ভাবছিলাম মানহীন নাটকে আর কাজ করব না। এ সিদ্ধান্ত থেকেই নাটক থেকে দূরে আছি। এ সময়ে যে ধরনের নাটক হয় এবং যেভাবে নির্মিত হয়, তার সাথে আমার কাজের ধরন যায় না। এ ধারায় আমি কাজ করতে চাই না। তিনি বলেন, আমি হঠাৎ করেই দর্শকের পরিচিতি পাইনি। আমার আজকের এ অবস্থানে আসার জন্য অনেক পরিশ্রম, কষ্ট এবং সময় ব্যয় করতে হয়েছে। দর্শকের কাছে আমার যে জায়গা তৈরি হয়েছে সেটা যেনতেনভাবে নষ্ট করতে চাই না। দর্শক আমার কাছ থেকে ভালো কাজ প্রত্যাশা করেন। তাদের সেই প্রত্যাশা যদি পূরণ করতে পারি তবেই অভিনয়ে ফিরব। তা না হলে কখনই আর কাজে ফিরব না। এ সময়ের নাটকের মূল্যায়ণ করতে গিয়ে তিনি বলেন, বেশিরভাগ নাটকই কোনো পরিকল্পনা ছাড়াই খুব কম সময় নিয়ে নির্মিত হচ্ছে। গল্প, লোকেশন ও নির্মাণ নিয়ে কোনো পরিকল্পনা নেই। মনে হচ্ছে, সবচেয়ে সহজ কাজ যেন নাটক নির্মাণ করা। এ প্রেক্ষাপটে অভিনয়ে আগ্রহ হারিয়ে ফেলেছি। যারা নাটককে সহজ মনে করেন তাদের সঙ্গে আমি কখনই কাজ করব না। আমি আমার কাজটাকে সম্মান করি। আমি মনে করি, যেনতেন নাটকে কাজ করা মানে এ ইন্ডাস্ট্রিকে অসম্মান করা। আমি মনে মনে এখনও একটি ভালো চরিত্রের অনুসন্ধান করি। অপেক্ষা করছি ভালো কাজের জন্য। যখন পাব, তখন পর্দায় ফিরে আসব। তবে অভিনয় না করলেও পরিচালনা করব। পরিচালনায় নিয়মিত হতে চাই। আমাকে জীবিকা নির্বাহের জন্য কিছু একটা করতে হবে। সেই কাজটাই পরিচালনার মাধ্যমে করব। এ কাজটা কিছুদিন পর থেকে করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ