Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বন্ড ২৫’-এ ফিরছেন ক্রিস্টফ ওয়াল্জ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

ভ্যারাইটি জানিয়েছেন অভিনেতা ক্রিস্টফ ওয়াল্জ ‘জেমস বন্ড’ সিরিজের ২৫তম পর্বে সুপার-ভিলেন ব্লোফেল্ডের ভূমিকায় ফিরবেন। ২০১৫তে ওয়াল্জকে সিরিজের ‘স্পেক্টার’ পর্বে প্রথমবারের মত আর্ন্স্ট স্টাভরস ব্লোফেল্ড চরিত্রে দেখা গেছে। এর আগে ১৯৬৩ থেকে ১৯৮৩ পর্যন্ত সাতটি পর্বে মুখ্য বা গৌণভাবে এই চরিত্রটি এসেছে এবং এই ভূমিকায় অভিনয় করেছেন ডনাল্ড প্লেজেন্স, ম্যাক্স ভন সিডো এবং টেলি স্যাভালাস। আসন্ন পর্বে ওয়াল্জ ছাড়াও ড্যানিয়েল ক্রেইগ, রেল্ফ ফাইন্স, লিয়া সেডু এবং নেয়োমি হ্যারিস তারা আগে যে ভূমিকায় করেছেন সে ভূমিকায় ফিরবেন। গত মার্চে ‘বন্ড ২৫’-এর চলচ্চিত্রায়ন শুরু হয়েছে, জামাইকাতে শুটিংয়ে অংশ নেবার সময় গত মে মাসে ক্রেইগ পায়ে আঘাত পেলে শুটিং স্থগিত হয় গত সপ্তাহান্তে তাকে লন্ডনে আবার কাজে ফিরতে দেখা গেছে। ‘বন্ড ২৫’ পরিচালনা করছেন ক্যারি জোজি ফুকুনাগা। নতুন ফিল্মে বন্ড তার সিআইএর বন্ধু ফিলিক্স লাইটারকে সহায়তার জন্য এক মিশনে অংশ নেবে। এই মিশনে তাকে গোপন ও ভয়ানক অস্ত্রে সজ্জিত এক আন্তর্জাতিক অপরাধ চক্রের হাতে অপহৃত এক বিজ্ঞানীকে উদ্ধার করতে হবে। ২০২০ সালের ৮ এপ্রিল চলচ্চিত্রটি মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ