Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আরো অবনতি

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ৯:০৮ পিএম

অব্যাহত ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনা জেলার আরো কিছু নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে অব্যাহত ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কংশ ও সোমেশ্বরী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় ইতিমধ্যে নেত্রকোনা জেলার কলমাকান্দা, দূর্গাপুর, বারহাট্টা এবং পূর্বধলার ২১ ইউনিয়নের ২১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বিদ্যালয়ের মাঠগুলোতে পানি প্রবেশ করায় প্রায় দুশতাধিক স্কুল বন্ধ ঘোষনা করা হয়েছে। বন্যায় প্রায় ১৭ হাজার পরিবার পানিবন্ধী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় লক্ষাধিক পরিবার। অনেক গ্রামীন সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দূর্গত এলাকায় ত্রাণের জন্য হা-হা-কার চলছে।
নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলাম জানান, বন্যা দূর্গত এলাকায় ৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে প্রায় দু শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ১ শত ১০ মেট্রিক টন জি আর চাল এবং ৩ হাজার শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বন্যায় যাতে পানিবাহিত রোগব্যাধি ছড়িয়ে পড়তে না পারে তার জন্য উপজেলা প্রশাসনের কাছে পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা পরিস্থিতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ