Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ষার পরে ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেয়া হবে

শিবালয়ে পানিসম্পদ উপমন্ত্রী

আরিচা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, নদী ভাঙনরোধে সারাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। ভাঙন রোধে আমরা আগাম ব্যবস্থার জন্য জিও ব্যাগ প্রস্তত করেছিলাম সেগুলো এখন ভাঙন রোধে ব্যবহার করছি।
তিনি গত শনিবার বিকালে মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর উপজেলার দু’টি প্রাইমেরি স্কুল এবং ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বন্যা মোকারেলায় পানিসম্পদ মন্ত্রনালয় এবং পানি উন্নয়ন বোর্ড আগাম প্রস্ততিমূলক ব্যবস্থা নিয়েছে। সারা বাংলাদেশের নদী ভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করেছি। বন্যার যেখানে পানি বেশী হতে পারে সে এলাকা গুলোকেও চিহ্নিত করে কার্যকর উদ্যোগ আগে থেকেই নেয়া শুরু করেছি। আমাদের পানি সম্পদ মন্ত্রনালয়ের নির্দেশনা আছে একেবারেই স্কুল কলেজ মসজিদ মাদরাসা মন্দিরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করার ব্যবস্থা করতে হবে।

এ লক্ষ্যে আমারা মানিকগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষার জিও ব্যাগ ফেলে গুরুত্ব দিয়ে রক্ষা করার ব্যবস্থা করছি।
তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগাম কার্যকর উদ্যোগের কারণে বাংলাদেশের মানুষ নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবেন। তিনি আরো বলেন, আ.লীগের সরকারের পাশাপাশি আ.লীগের নেতাকর্মীরা সব সময় দুর্যোগে, বিপদে আপদে মানবতার পাশে দাঁড়ায়।
বর্ষার পরে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে স্থায়ীভাবে রক্ষার পরিকল্পনা করে দ্রæততার সাথে কাজ করার কথা বলেন তিনি।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, তত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল মতিন সরকার, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবে মাওলা মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, অতিরিক্ত জেলা প্রশাসক বাবুল মিয়া,
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ