Inqilab Logo

শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ঝালকাঠিতে ফাঁসির দাবিতে মানববন্ধন

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

ঝালকাঠিতে শীর্ষ মাদক কারবারি জালাল মাঝির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসুচি পালিত হয়েছে। গত রবিবার দুপুরে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের শত শত মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে গিয়ে মানববন্ধন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে পোনাবালিয়া গ্রামের মো. শাহজাহান হাওরাদার, মেহেদি হাসান ও বাহারুল মাঝিসহ কয়েক জন গ্রামবাসী বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, প্রায় ৩০ বছর ধরে মির্জাপুর ও পোনাবালিয়া গ্রামের বাড়িতে বসে জালাল মাঝি ফেনসিডিল, গাজা, ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। প্রভাবশালী হওয়ায় ভয়ে এলাকার কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। তার এ কর্মকান্ডের প্রতিবাদ করলে মাদক ব্যাববসায়ী ও সেবনকারীরা হামলাসহ নানা ভয়ভীতি দেখাত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ঝালকাঠি থানায় ৮টি মামলা রয়েছে। গত ২ জুলাই ঝালকাঠির গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে ৬৪২পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। বর্তমানে সে ঝালকাঠির কারাগারে রয়েছে। তাকে গ্রেপ্তারের পরে এলাকায় স্বস্তি ফিরে এলেও জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যাবসায় সক্রিয় হওয়ার আশংকা করছেন গ্রামবাসী। তাই এ মাদক ব্যাবসায়ীর ফাঁসির দাবি জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে গ্রামবাসী। পরে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ