রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়নগঞ্জের আড়াইহাজারে এক শারীরিক প্রতিবন্ধী আম ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার ভোর ৫ টার দিকে উপজেলার ব্রাম্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বাটি গোপিন্দী গ্রামের মৃত আ. রউফের ছেলে শারীরিক প্রতিবন্ধী মো. মতিন মিয়া রবিবার ভোর ৫ টার দিকে আমের চালান আনার জন্য বাড়ি থেকে ভুলতা-গাউছিয়া যাওয়ার পথে বালিয়া পাড়া পাকা ব্রিজের কাছে ছিনতইকারীদের কবলে পরেন।
আ. মতিন জানান, ৩ জন ছিনতাইকারী তাকে পিটিয়ে সাথে তহবিল ব্যাগে থাকা ২ লাখ এবং লুঙ্গিতে থাকা ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়া যায়।
সে সময় বাজারে কোন লোকজন না থাকায় ছিনতাইকারীরা পালিয়ে যায়। তার চিৎকারে ওই সময় গরু জবাই কালে একজন কসাই দৌড়ে এসে তাকে উদ্বার করেন। আ. মতিন ছিনতাইকারীদের মধ্যে একজনকে চিনতে পেরেছেন। তার নাম নাজমুল সে বালিয়াপাড়া গ্রামের আ. কাদিরের ছেলে। এ ব্যপারে আ. মতিন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আড়াইহাজার থানার উপপরিদর্শক এস আই হুমায়ন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।