Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কুশিয়ারা উত্তাল, সুরমায় পানি এখন কিছুটা কমছে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ৮:০৪ পিএম

উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির মধ্যেও রোববার সুরমা নদীর পানি স‘কটি পয়েন্টে কিছুটা কমলে বিপদসীমার উপর দিয়ে এখনই বইছে। অপরদিকে, পানি বৃদ্ধি অব্যাহত আছে কুশিয়ারা নদীর। এখনও পানিবন্দি অবস্থায় আছে জেলার পাঁচ উপজেলার প্রায় দুই লক্ষাধিক বানবাসী লোক।
পানি উন্নয়ন বোর্ডের, সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর অমলসীদ পয়েন্টে বিপদ সীমার ১.৩ মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। আগের দিন একই সময়ে যা ১.৫৯ মিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সিলেট পয়েন্টে রোববার সন্ধ্যায় বিপৎসীমার .৬০ মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। শনিবার সন্ধ্যায় এই পয়েন্টে .৬১ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। আর কুশিয়ারা নদীর পানি রোববার সন্ধ্যায় অমলসীদ পয়েন্টে ১.৫৯ মিটার, শ্যাওলা পয়েন্টে ১ মিটার ও শেরপুর পয়েন্টে .৪৮ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। আগেরদিন এসব পয়েন্টে যথাক্রমে ১.৪৫ মিটার, .৮৫ মিটার ও .৪৫ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো পানি। এছাড়া জৈন্তাপুরে সারী নদীর পানি প্রবাহিত হয়েছে বিপদসীমার চেয়ে ১৬১ সেন্টিমিটার এবং কানাইঘাটে লোভাছড়ার পানি বিপদসীমার চেয়ে ২০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে, রোববার দিনভর বৃষ্টি ছিল সিলেটে। তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। এতে নিম্নাঞ্চলে বন্যার পাশাপাশি নগরীর কয়েকটি এলাকায় জলাবদ্ধতাও দেখা দিয়েছে। সিলেট সদর, গোয়াইনগাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার বেশ কিছু এলাকা বন্যাক্রান্ত হয়েছে। এসব উপজেলা আঞ্চলিক অনেক সড়ক এখনো পানির নিচে। বন্ধ রয়েছে শতাধিক স্কুলে পাঠদান। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় দুর্ভোগ বাড়ছে পানিবন্দি মানুষদের। রোববার প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এদিকে, সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বৃষ্টি কমে যাওয়ায় নদীর পানি কিছুটা কমেছে। তবে মানুষের পাঁচ উপজেলার লক্ষাধিক মানুষের বাড়িঘর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পানি নিচে রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা পরিস্থিতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ