Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় বন্যার পরিস্থিতির অবনতি

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ৪:৪৮ পিএম

উজানের ভারতীয় ঢলের সাথে ভারি বৃষ্টিপাতের ফলে বগুড়ায় সব গুলো নদনদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সাথে বাড়ছে বন্যার বিস্তৃতি ।
রোববার বেলা ১২ টা নাগাদ যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড পাউবোর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, যমুনার পানি সারিয়াকান্দি ও ধুনট পয়েন্টে বিপদ সীমার ৪১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারিয়াকান্দির গোদখালী , কুতুবপুর ও ধুনটের কয়াগাড়ী বন্যা নিয়ন্ত্রন বাঁধের কাছাকাছি এলাকায় ঘটছে বন্রার কিস্তৃতি ।
সারিয়াকান্দি ও ধুনট উপজেলা সুত্রে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার কাজলা, ধারাবর্ষা, বোহাইল, আওলাকান্দি ও ধুনট উপজেলার বৈশাখীর চরের নতুন নতুন এলাকা ক্রমেই প্লাবিত হচ্ছে। লোকজন গবাদী পশু নিয়ে উচুঁ এলাকায় অবস্থান নিচ্ছে। অনেকেই চর থেকে চলে এসে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেয়ার প্রস্তুতি নিচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পারের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় তারাও শংকিত হয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিতে শুরু করেছে।
বন্যা মোকাবেলায় জেলা ও উপজেলা প্রশাসন পুরোপুরি প্রস্তত বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা গন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা পরিস্থিতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ