বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের আনোয়ারায় গত ৬ দিনের টানা বৃষ্টি ও শঙ্খ নদী-বঙ্গোপসাগরের জোয়ার ভাটার প্রভাবে নদী ভাঙ্গন ও উপজেলার ১১ ইউনিয়নের নি¤œঞ্চলের লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। আনোয়ারা-চন্দনাইশ উপজেলার সংযোগ সেতুর স্প্যান ভেঙ্গে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। তাছাড়া অর্ধশতাধিক গ্রামীন ছোট বড় সড়ক পানির নিচে তলিয়ে গেছে। পুকুর-ডুবা, খাল-বিল পানিতে একাকার হয়ে গেছে,ফলে মৎস্যঘের সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি নিষ্কাশন, নদী ও খালে পানি নামার ব্যবস্থা না থাকায় পানি বন্দি হয়ে থাকতে হচ্ছে নি¤œঞ্চলের মানুষদেরকে। টানাবৃষ্টির কারনে ছাত্র-ছাত্রী শূণ্য হয়ে পড়েছে স্কুল-কলেজ, মাদ্রাসা গুলোতে। ফলে শিক্ষা কার্যক্রমে ব্যাপক ক্ষতি হচ্ছে। ভাটার কারনে উপজেলার মধ্য বারাখাইন গ্রামে শঙ্খ নদীর ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যে ১০টি বসত ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে শতাধিক পরিবার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম জানান গত কয়েকদিনের টানা বৃষ্টি ও জোয়ারের পানির কারনে ৮ শতাধিক বসত ঘর ও ৫০টির অধিক ক্ষতিগ্রস্থ সড়কের তালিকা সহ ক্ষয়ক্ষতির বিবরন জেলা প্রসাশনকে জানানো হয়েছে। উপজেলার নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ জানান ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য জেলা প্রশাসন থেকে প্রাথমিক ভাবে সাহায্য হিসেবে ৫টন চাউল ও ২শত প্যাকেট শুকনা খাবার বরাদ্দ পাওয়া গেছে। এগুলো বিতরন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।