Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নদীপথে সংযুক্ত ভুটান-বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

প্রথমবারের মতো ভুটান ও বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহন করার জন্য ভারতীয় নদীপথগুলো খুলে দেয়া হচ্ছে। ব্রহ্মপুত্র নদী ব্যবহার করে এমভি এএআই জাহাজ ১০০০ টন পাথর নিয়ে ভুটান থেকে বাংলাদেশে আসছে। গত শুক্রবার আসামের ধুবড়ি থেকে যাত্রা করেছে জাহাজটি। দি ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথোরিটি অব ইন্ডিয়ার জাহাজটি ভুটানি পণ্য নিয়ে বাংলাদেশের নারায়ণগঞ্জে আসবে।

ভিডিও কনফারেন্সে জাহাজ চলাচল প্রতিমন্ত্রী জাহাজটির চলাচল উদ্বোধন করেন। এটি ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুট ব্যবহার করবে। অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রী বলেন, এই রুট ব্যবহার করে পণ্য পরিবহন করা হলে যাতায়াত সময় হ্রাস পাবে ৮ থেকে ১০ দিন। এছাড়া পরিবহন ব্যয় কমবে ৩০ ভাগ।

পাথরগুলো ভুটানের ফুয়েন্টশোলিং থেকে ট্রাকে করে ১৬০ কিলোমিটার দূরে আসামের ধুবড়িতে আনা হয়। ১০০০ টন পাথর বহন করতে সড়কপথে ৭০টি ট্রাকের প্রয়োজন হতো। বর্তমানে আরো অন্তত ১০টি নদীপথ উন্নয়নের কাজ চলছে। ব্রাহ্মপুত্র নদী হলো জাতীয় হাইওয়ে নম্বর ২। সড়ক পথের চেয়ে কম খরচের হওয়ায় ভারত ক্রমবর্ধমান হারে পণ্য পরিবহনে নদীপথ ব্যবহার করছে।

নদী, খালসহ প্রায় ১৪ হাজার ৫শ’ কিলোমিটার নাব্য নৌপথ থাকায় বর্তমানে অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে প্রায় ৫৫ মিলিয়ন টন পণ্য পরিবহন করা হচ্ছে। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।



 

Show all comments
  • ash ১৪ জুলাই, ২০১৯, ৫:৩২ এএম says : 0
    ASHOLE DURNITI R O- KORMA PROSHASHON E DESH TAKE SHAMNE AGATE DICHE NA! NA HOLE DHAKAR ASHE PASHE EVEN BALU NODITE AKTA PORT ER MOTO KORE MAL SHORA SHORI CTG PORTE NEWA SHOMVOB, TATE SHOMOY ROAD E JAMM + KHOROCH KOMANO JETO
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ