Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

চীন-ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য কমেছে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

চলিত বছরের প্রথম পাঁচ মাসে চীন ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য কিছুটা কমেছে। চীনের সবশেষ পরিসংখ্যান বলছে, এ সময়ে দুই দেশের বাণিজ্য কমেছে ৩ দশমিক পাঁচ নয় শতাংশ।
পাঁচ মাসে চীন ও ভারতের বাণিজ্য দাঁড়িয়েছে ৩ হাজার ৬শ ৮৭ কোটি ডলারে। তবে, এ বছর শেষে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। চীনের সরকারি পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে চীন-ভারতের বাণিজ্য ঘাটতি ছিল ৫ হাজার ১৭২ কোটি ডলার। আর গেল বছর ঘাটতি দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮৬ কোটি ডলারে। এদিকে প্রথম পাঁচ মাসে চীনে ভারতের রপ্তানি ১ দশমিক ছয় দুই শতাংশ কমেছে। আর ভারতে চীনের রপ্তানি কমেছে ৪ দশমিক ১০ শতাংশ।
চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। নগরীর বিভিন্ন ক্লিনিকে বেশ কয়েকজন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ শিশু। চিকিৎসকদের প্রাইভেট চেম্বারেও ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছে। এর ফলে নগরীতে ডেঙ্গু আতঙ্ক বাড়ছে। জ্বর হলেই রোগীরা ছুটছেন চিকিৎসকের কাছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী গতকাল শনিবার দৈনিক ইনকিলাবকে বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় দুইজন এবং মহানগরীতে একজন ডেঙ্গু রোগীর তথ্য পাওয়া গেছে। এটি এখনো ভয়ের কারণ হয়নি জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশন প্রস্তুত রয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের পরামর্শ দেন তিনি। তিনি বলেন, এখন অতিবর্ষণ চলছে। বৃষ্টি কমে আসতেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক থাকারও আহŸান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ