বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দু’চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ সময় আশ্রয় দেয়ার অপরাধে একটি বাড়ি ভাঙচুর ও মামাল লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে আমতলী ইউনিয়নের পূজাখোলা গ্রামে। পুলিশ ৪ জনকে আটক করেছে।
গতকাল শনিবার আসন্ন আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোতাহার উদ্দিন মৃধার ছোট ভাই মো. জহিরুল ইসলাম খোকন মৃধার নেতৃত্বে ঘোড়া মার্কার কর্মী- সমর্থকদের নিয়ে পূজাখোলা গ্রামে নির্বাচনী প্রচারণায় যায়। এ সময় আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর শতাধিক কর্মী তাদের প্রার্থীর পোস্টার ছেঁড়ার অযুহাতে ধাওয়া করে। বিদ্রোহী প্রার্থীর কর্মীরা দৌড়ে পার্শ্ববর্তী দেলোয়ার হোসেনের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় দেলোয়ার শাহ্ বাড়ির সামনের দরজা ভেঙে ও পিছনের বেড়ার টিন খুলে ঘরে প্রবেশ করে নৌকার কর্মী হাবিব গাজী, জসিম, নুরজামাল, কামাল হাওলাদার, দুলাল হাওলাদার, শাহীন, ফরিদ, রিপন খান, আজাদ, সুজনসহ প্রায় শতাধিক কর্মীরা দেশিয় অস্ত্র রামদা-ছেনা, লাঠিসোটা নিয়ে হামলা করে প্রার্থীর ভাই খোকন মৃধাকে পিটিয়ে গুরুতর আহত করে।
আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। শান্তি শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্পটে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।