বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলাম শান্তির ধর্ম । ইসলাম কোনো মানুষ হত্যার সমর্থন করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে আলেম ওলামারা সোচ্চার হওয়ায় দেশে জঙ্গিবাদের উত্থান হয়নি। আলেম ওলামা ঘুরে দাঁড়িয়েছিলেন বলেই দেশে শান্তির হওয়া বইছে। বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান (রহ.)-এর স্মরণে গতকাল শনিবার বিকেলে নগরীর গুলিস্তান কাজী বিশর মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) অনুষ্ঠিত জাতীয় কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী। আমীরে মজলিস শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। দলের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও মাওলানা আতাউল্লাহ আমীনের পরিচালনায় কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঈমান-আক্বিদা সংরক্ষণ কমিটির আমীর ও মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামীদ, বিশিষ্ট বুদ্ধিজীবি ও অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দীন আহমদ কামরান, বেফাকের মহাপরিচালক মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী,
সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, বিশিষ্ট ব্যবসায়ী এম ডি জাকির হোসেন, প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান (রহ.) এর সাহেবজাদা মাওলানা সামিউর রহমান মুসা, নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান, সাবেক মহাসচিব মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক ও মুফতী নূরুল আমিন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞানে ইসলামীচিন্তাবিদরাই সারা পৃথিবীকে আলোকিত করেছিলেন। ইসলাম শুধু শান্তির ধর্মই নয়; ইসলাম প্রগতীর ধর্ম জ্ঞানের ধর্ম দেশকে এগিয়ে নেয়ার ধর্ম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলেম ওলামারা যদি সঠিক ভূমিকা না রাখেন তবে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। বিগত দশ বছরের কথাই ভাবুন মানুষ এখন আল্লাহমুখী হচ্ছেন। জুম্মার দিন মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নামে। মরহুম প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ইসলামের খেদমতে বহু ত্যাগ স্বীকার করে গেছেন বলেও স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী বলেন, মরহুম প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান একজন হক্কানি আলেম ছিলেন। ইসলাম প্রচার প্রসারে তিনি বহু ত্যাগ স্বীকার করেগেছেন।
প্রফেসর ড.মাহবুব উল্লাহ বলেন, দেশে খুন-ধর্ষণসহ নানা রকম পাপাচারে ভরে গেছে। এই পাপাচার বন্ধে ভূমিকা রাখতে আলেম ওলামাদের নৈতিক দায়িত্ব রয়েছে। আলেম ওলামাদের ভূমিকার কারণেই ইসলামকে বিকৃত করার ষড়যন্ত্র সফল হয়নি। মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামীদ বলেন, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে জান-মালের কুরবানি করতে হবে। বাতেল শক্তির বিরুদ্ধে মরহুম প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান একজন সত্যিকারের মুজাহিদের দায়িত্ব পালন করে গেছেন।
ট্রাক-কাভার্ড ভ্যান আটকে পুলিশ হয়রানি করলে অভিযোগ দিন
সড়ক ও মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান আটকে পুলিশ হয়রানি করলে লিখিত অভিযোগ দেয়ার আহŸান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক ও চালককে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সবসময় হালনাগাদ রাখতে হবে।
উপস্থিত ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকদের উদ্দেশে তিনি বলেন, পুলিশ আপনাদের সহযোগিতার জন্য। যদি কেউ আপনাদের সঙ্গে চাঁদাবাজি করে থাকে। কোনো না কোনো অনিয়ম যদি আপনাদের চোখে পড়ে, লিখিত অভিযোগ জানাবেন। জায়গায় জায়গায় আমরা হাইওয়ে পুলিশের স্টেশন করে দিচ্ছি। সেসব জায়গা বাদেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। কেউই আইনের ঊর্ধ্বে নয়। তারা যদি অন্যায় করে থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। দেশের অর্থনীতি গতিশীল রাখতে পরিবহন খাতের গুরুত্বপূর্ণ অবদান স্বীকার করে মন্ত্রী বলেন, সড়কের শৃংখলা ঠিক রাখতে পরিবহন মালিক ও শ্রমিকদেরকে এগিয়ে আসতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।