Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ সরকারের গণবিরোধী চরিত্র প্রকাশ পেয়েছে

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ বলেছেন, গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে সরকারের গণবিরোধী চরিত্রই প্রকাশ পেয়েছে। শুধু তা নয়, বরং সরকারের রক্তচোষা চেহারাও উম্মোচিত হয়েছে। অথচ, আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য নিম্নমুখী, পার্শ্ববর্তী দেশে গ্যাসের দাম কমানো হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে শুধু গ্যাসের মূল্য বাড়েনি, খুন, গুম, ধর্ষণ, রাহাজানি, চুরি, দুর্নীতি সবই বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, এই সরকারের আমলে কৃষকরা ধানের ন্যায্য মুল্য পাচ্ছে না। অপরদিকে কৃষি পণ্যের দাম অনেক বেশি। রোগীরা সেবা পাচ্ছে না, ছাত্ররা তাদের অধিকার থেকে বঞ্চিত, সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে।

রাষ্ট্রের সর্বত্র অব্যবস্থাপনা, জনগণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত। সকল সুযোগই যেন সরকার দলীয় লোকজনের জন্য, এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।

অর্থ পাচারের দিকে থেকে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে। দেশের ৫ লাখ কোটি টাকা পাচার করেছে সরকার দলীয় লোকেরা। সরকারের লোকজন আঙ্গুল ফুলে কলাগাছ নয়, বটগাছে পরিণত হয়েছে। সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের জন্য সরকারের কোন দরদ নেই।
মুফতি আমানুল্লাহ বলেন, ভারত আন্তর্জাতিক আইন এবং সভ্যতা-ভদ্রতার সকল সীমা অতিক্রম করে মুসলিম নির্যাতন করে যাচ্ছে। হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসীরা মুসলমানদের ওপর নির্যাতন করে হত্যা করছে। এবং বলপ্রয়োগ করে জয় শ্রীরাম বলাচ্ছে। মোদি সরকারক মুসলিম নিধন বন্ধ করতে ব্যর্থ হলে প্রয়োজনে বাংলাদেশের মুসলমানরা ভারত অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবে।

গতকাল শনিবার বিকালে নগরীর নিউমার্কেট বায়তুন নুর মসজিদ চত্তরে দেশব্যাপী ভয়াবহ খুন, গুম, ধর্ষণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, ভারতে মুসলিম হত্যা ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে অনুষ্ঠিত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন ।

বিক্ষোভ মিছিলপূর্বক সমাবেশ নগর সেক্রেটারি শেখ মো. নাসির উদ্দিন ও জেলা সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মিছিলপূর্বক সমাবেশে বক্তব্য রাখেন নগর সহ সভাপতি আলহাজ মাও. মোজাফফার হোসাইন, শেখ হাসান ওবায়দুল করিম, জেলা সহ-সভাপতি মাও. রেজাউল করিম, শেখ জামিল আহমদ, নগর জয়েন্ট সেক্রেটারি আলহাজ মাও. দ্বীন ইসলাম, জেলা জয়েন্ট সেক্রেটারি মাও. মজিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ