Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরাধ প্রবণতা রোধে উদ্বুদ্ধকরণ কর্মসূচি প্রয়োজন

নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ দেশে সন্ত্রাস গুম খুন নারী ধর্ষণ ও অপহরণের ঘটণা ক্রমাগত বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, ঘুষ-দুর্নীতি ও মাস্তানদের অবাধ পদচারণার সুযোগ বিষ ফোঁরার মতো ভিসিআর, নগ্ন ও অশ্লীল ছায়া ছবি প্রদর্শন, পর্ণ ও রম্য পত্র-পত্রিকা, চলচ্চিত্রের প্রসার, সুন্দরী প্রতিযোগিতায় ও মাদক দ্রব্যের সহজলভ্যতায় মানুষের কুপ্রবৃত্তিকে জাগিয়ে তোলাই দেশে অপরাধ প্রবণতা বৃদ্ধির জন্যে দায়ী। নেতৃবৃন্দ বলেন, শুরু হয়েছে সর্বত্র নৈতিক অবক্ষয় । অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এবং অপসংস্কৃতির পথ প্রশস্ত হচ্ছে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে গতকাল শনিবার অনুষ্ঠিত নিয়মিত সাপ্তাহিক সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি অধ্যাপক এহতেশাম সারোয়ার, মহাসচিব মুফতি আবদুল কাইয়ূম, যুগ্ম-মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসেন, মাওলানা আশরাফ আলী ও ইসলামী ছাত্র সমাজের সভাপতি মো. নুরুজ্জামান প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা রোধে মহানবীর(সা.) আদর্শ প্রবহমান রাখাসহ ধর্মীয় আবেগ বিবেক ও যুক্তি বিকাশের ধারা অব্যাহত রাখতে হবে। যুবকদের মানসলোকে ও চেতনা রাজ্যে ইসলামী রুচিবোধ সৃষ্টির পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসলামের মর্মবাণীর সাথে তাদের নিবিড় পরিচয় ঘটাতে হবে। পাস্পরিক সহানুভুতি, পরমতসহিষ্ণুতা ও সহমর্মিতা অটুট রাখার জন্যে ধর্মীয় শিক্ষার উদ্যোগ গ্রহণ আশু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ