Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে করলেন সঙ্গীতশিল্পী মেহরাব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

বিয়ে করলেন সঙ্গীতশিল্পী মেহরাব। পাত্রী হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেত্রী রুশী চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক এই শিক্ষার্থীর সঙ্গে গত ৮ জুলাই পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেহরাব। মেহরাব জানান, দীর্ঘদিনের প্রেম আমাদের। ঘরোয়া পরিবেশে দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে আমাদের বিয়ে স¤পন্ন হয়। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাইছি। রুশী চৌধুরী কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক স¤পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ক্রাফট বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। অন্যদিকে ২০০৫ সালে অনুষ্ঠিত রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান-এর অন্যতম প্রতিযোগী মেহরাব। তিনি নিয়মিত গানের সঙ্গে যুক্ত আছেন। মেহরাব বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য সাংবাদিক আমিনুর রহমানের পুত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ