Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ‘মরটাল কমব্যাট’ ফিল্ম হবে আর-রেটেড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

জনপ্রিয় ‘মরটাল কমব্যাট’ ভিডিও গেম যেখানে সহিংসতা, রক্তারক্তির জন্য কুখ্যাত সেখানে তা অবলম্বনে চলচ্চিত্রগুলো অনেকটাই কোমল আর সার্বজনীন। নতুন করে উল্লেখিত ভিডিও গেম অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করা হবে আর তাতে সহিংসতা থাকবে এবং ফিল্মটি হবে আর-রেটেড (রেটেড রেস্ট্রিক্টেড)। ‘মরটাল কমব্যাট’ ফ্র্যাঞ্চাইজের ভক্ত এবং চিত্রনাট্যকার গ্রেগ রুসো টুইটারের মাধ্যমে জানিয়েছেন, এবার ‘মরটাল কমব্যাট’-এ রক্তারক্তি আর মৃত্যুর দৃশ্যগুলো আরও সহিংসভাবে দেখান হবে। রুসো বলেন, “প্রথমবারের মত ‘মরটাল কমব্যাট’ আর-রেটেড হবে, ফিল্মে হত্যাগুলো সহিংসভাবে দেখান হবে, তবে কোন দৃশ্যগুলো এমন হবে তা বলব না সেজন্য অপেক্ষা করতে হবে। ‘মরটাল কমব্যাট’ ভিডিও গেমের সিংহভাগই এম-রেটেড (ম্যাচিওর কন্টেন্ট), তবে এর ব্যতিক্রমও আছে। অন্য দিকে চলচ্চিত্রের ক্ষেত্রে ১৯৯৫ সালের ‘মরটাল কমব্যাট’ এবং ১৯৯৭ সালের ‘মরটাল কমব্যাট অ্যানায়ালেশন’ রেটিং হল পিজি-১৩, অর্থাৎ অভিভাবক নিয়ে ১৩ বছর বয়সীরা ফিল্ম দুটি দেখতে পারবে। ‘ডেডপুল’ এবং ‘জন উইক’ চলচ্চিত্রগুলোর সাফল্যই ‘মরটাল কমব্যাট’ নির্মাতাদের সহিংসতা প্রদর্শন করে নির্মাণে উৎসাহিত করেছে বলে ধারণা করা হচ্ছে। সায়মন ম্যাকোয়েডের পরিচালনায় এবং জেমস ওয়ানের প্রযোজনায় ‘মরটাল কমব্যাট’ ২০২১-এর ৫ মার্চ মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ