রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার পলাশবাড়ির পূর্ব ফরিদপুর গ্রামের আব্দুল হাই প্রধানের হত্যা মামলার আসামি মাহজাহান গাছু, আলম মিয়াসহ অন্যান্য আসামিরা বিজ্ঞ হাইকোর্ট থেকে জামিনে এসে হত্যা মামলা প্রত্যাহারের হুমকিসহ নানা ধরণের চাপ প্রয়োগ করে। বাদী পক্ষ মামলা প্রত্যাহার অস্বীকার করলে গত ৩০ জুন পুনরায় নিহত হাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় আব্দুল হাইয়ের বিধবা স্ত্রী আঞ্জুয়ারা বেওয়া, এসএসসি পরীক্ষার্থীনী খুশি, ৮ম শ্রেণিতে পড়–য়া ছাত্র আল আমিনকে নিয়ে বিচার প্রার্থী হয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে।
এ ব্যাপারে গতকাল শনিবার নিহত আব্দুল হাইয়ের পুত্র আল আমিন প্রতিকার চেয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকট আবেদন করেছেন।
এ দিকে হত্যা মামলার আসামিদের বাড়িতে অনধিকার প্রবেশ, আগুনে পুড়ে ক্ষতি না করলেও গত ১০ জুলাই এই ঘটনা দেখিয়ে পলাশবাড়ি থানায় আব্দুল হাইয়ের পরিবার ও হত্যার মামলার সাক্ষীদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে। ফলে হত্যা মামলার বাদি ও সাক্ষীরা প্রাণ ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।