রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গতকাল শনিবার বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে বিরামপুরে বোরে ধান সংগ্রহ লক্ষ্যে লটারি অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ সংসদ সদস্য মো. শিবলী সাদিক, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম (রাজু) পৌর মেয়র লিয়াকত আলী সরকার (টুটুল) সার্কেল এসপি, মিথুন সরকার, বিরামপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অজমত আলী জানান, উপজেলার ৩৫ হাজার কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে (জনপ্রতি ১ টন) ৭৯২ মেট্রিকটন বোরে ধান সংগ্রহ করা হবে বলে আরো জানান।
অপর দিকে একই সময় একইস্থানে বিরামপুর উপজেলার গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এমপি শিবলী সাদিক বলেন, গরীব মেধাবী ছাত্র/ছাত্রী কেউ টাকার অভাবে পড়তে না পারলে তিনি নিজের জমি জমা বিক্রী করে সে সকল ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খরচ যোগাবেন বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।