Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুন ধর্ষণ মাদক প্রতিরোধে সীতাকুন্ডে মানববন্ধন

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

প্রবল বর্ষণ ও ঝড় বৃষ্টি উপেক্ষা করে সীতাকুন্ড প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘বন্ধ হোক খুন, ধর্ষণ ও মাদকের আগ্রাসন, অপরাধ করবোনা আর অপরাধ সইবনা’ এ স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার সীতাকুন্ড পৌর সদরের কলেজ রোডস্থ প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি আলহাজ¦ দিদারুল আলম। প্রেস ক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সহকারী পুলিশ সুপার সীতাকুন্ড সার্কেলের শম্পা রাণী সাহা। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু ও এম হেদায়েত উল্লাহ।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু প্রদীপ ভট্টাচার্য, সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, বাড়বকুন্ড ইউনিয়ন চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী, পৌর কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামিম, পৌরসদর ব্যাবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, অধ্যাপক রনজিত শাহা, গল্পকার দেবাশিস ভট্টাচার্য, সীতাকুন্ড প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীপক কান্তি ভট্টাচার্য, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম বাহার, সীতাকুন্ড কামিল আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. মহিউদ্দিন, সীতাকুন্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম জাহাঙ্গীর, সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. সুমনসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক, স্কুল কলেজ, মাদ্রাসাসহ অন্তত ৩৫টি সংগঠন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ মানববন্ধনে তাদের সংগঠনের নিজ নিজ ব্যনার নিয়ে এতে অংশ গ্রহন করেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অনুষ্ঠানে দিদারুল আলম এমপি এমন একটি সচেতন মূলোক অনুষ্ঠান করার জন্য সীতাকুন্ড প্রেস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন, খুন’ ধর্ষণ ও মাদকের আগ্রাসন বন্ধে আগে নিজেদেরকে সচেতন হতে হবে। কোথাও অপরাধ সংগঠিত হতে দেখলে আগে স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন আগামীতে সীতাকুন্ড প্রেস ক্লাবের সচেতনতা মূলক এমন আয়োজনে সবসময় সাংবাদিকদের পাশে থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ