Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক কর্মশালা

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

দেশের গুণগত শিক্ষার মান আরো উন্নত করার এবং শিক্ষার আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের যৌথ উদ্যোগে শেষ হল ব্যবসায় প্রশাসন বিভাগে পাঠ্যক্রম পরিবর্তনের প্রয়োজনীয়তা ঃ বিমসটেক অঞ্চলের ব্যবসা শিক্ষার অবস্থান ও দক্ষতার মাপকাঠি নির্ণয়’ শীর্ষক প্রথম আন্তর্জাতিক কর্মশালা। সকাল ১০টায় বিশ^বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে দু’দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন আইসিটি ইন বাংলাদেশ (ওঈঞ-ইউ) বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা, সাবেক পররাস্ট্র সচিব ও প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ বার্তাবহ মো. ওয়ালিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের টাটা কনসাল্টেন্সী সাভি সাবেক সহ-সভাপতি, কমান্ডার প্রফেসর ভ‚ষন দেওয়ান, ইন্সটিটিউট ফর ইনক্লুসিভ ফাইনেন্স এন্ড ডেভেলাপমেন্ট, ঢাকার নির্বাহী পরিচালক ড. মুস্তাফা কে. মুজেরী ও বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোয়ালিটি এস্যুরেন্স ইউনিটের প্রধান প্রফেসর ড. মেজবাহ উদ্দিন আহমেদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। নির্বাচিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ফরাসী অর্থনীতিবিদ ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্ট্র্যাথক্লাইডের এমবিএ প্রোগ্রামের একাডেমিক ডিরেক্টর ড. মেরী এইমী টওরেস। বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ইব্রাহিম খালেদ, আমেরিকার নলেজ গেøাবালাইজেশন ইন্সটিটিউটের সভাপতি ও সাফোক ইউনিভার্সিটি, বোস্টন-এর প্রফেসর ড. মওদুদুর রহমান, বিশ^বিদ্যালয়ের বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম, ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের পরিচালক ও কর্মশালা আয়োজক কমিটির নির্বাহী সভাপতি প্রফেসর ড. মাহাবুব আলী ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মাসুম ইকবাল। প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান বলেন, বিমসটেক এ সর্বাগ্রে শিক্ষাকে অন্তর্র্ভুক্ত করতে হবে। দুঃখজনক হলেও সত্য প্রতিষ্ঠার ১৯ বছরেও এ ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন সে ধারাবাহিকতায় তার নেতৃত্বে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করলে তা সফল হবে। তিনি বলেন, মানসম্মত শিক্ষার উন্নয়ন না হলে বিমসটেক অঞ্চলে বিনিয়োগ, অবকাঠামো, পর্যটন ও যোগাযোগ উন্নয়ন কোন কাজে আসবে না। তিনি বিমসটেক অঞ্চলে প্রকৃত মানব সম্পদ তৈরি করতে উচ্চ শিক্ষা কাঠামো, ক্রস বর্ডার এডুকেশন, জার্নাল ইনডেক্সিং ও একটি উচ্চশিক্ষা বিশ^বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেন। মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান আঞ্চলিক এক্রিডিটেশন, বিশ^বিদ্যালয় র‌্যাংকিং, জার্নাল ইনডাক্সোশান, গবেষণা ও বিমসটেক অঞ্চলে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন।
স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক কর্মশালা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ