পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক ঃ আন্তর্জাতিক বাজারে চলতি বছর প্রথমবারের মতো ব্যারেল প্রতি বেড়ে ৫০ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম। সরবরাহ কিছুটা কমায় এবং চাহিদা বাড়ায় বিশ্ববাজারে স্থিতিশীল হতে শুরু করেছে এ নিত্যপণ্যের দাম। অতিরিক্ত সরবরাহ এবং চাহিদা কমার কারণে চলতি বছরের জানুয়ারিতে ব্যারেল প্রতি ২৮ ডলারে নেমেছিল জ্বালানি তেলের দাম, যা গেল ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। বাজার স্থিতিশীল হওয়ায় বর্তমানে ৮০ শতাংশ পর্যন্ত বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস, ২০১৭ সালে ব্যারেল প্রতি ৫৫ থেকে ৬০ ডলারে পৌঁছাবে জ্বালানির দাম। উত্তোলন বন্ধে আগামী দোসরা জুন আবারো বৈঠকে বসবে ওপেকভুক্ত দেশগুলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।