Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে মৌসুমী

অভি মঈনুদ্দীন : | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদানকে কেন্দ্র করে মির্জা সাখাওয়াৎ হোসেন নির্মাণ করতে যাচ্ছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ চলচ্চিত্র ‘অর্জন ৭১’। সিনেমাটিতে অভিনয় করবেন চিত্রনায়িকা মৌসুমী। সিনেমার গল্প এগিয়ে যাবে একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী ফিরোজার জীবন সংগ্রামকে কেন্দ্র করে। ফিরোজা চরিত্রে অভিনয় করবেন তিনি। সম্প্রতি সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মৌসুমী। আগামী ঈদের পর সিনেমাটির কাজ শুরু হবে। ১৬ জুলাই বিএফডিসি’তে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হবে। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এর আগেও আমি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাতে অভিনয় করেছি। তবে এবারের সিনেমাটির পটভূমি একেবারেই আলাদা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বিশেষ অবদানকে এই সিনেমার গল্পে পরিচালক তুলে ধরার চেষ্টা করেছেন। সেটা তুলে ধরার পাশাপাশি আমি যে চরিত্রটিতে অভিনয় করতে যাচ্ছি তার সংগ্রামী এক জীবনও তুলে ধরা হচ্ছে। একজন পুলিশ অফিসারের স্ত্রী একজন ফিরোজার সেই সময়কার চ্যালেঞ্জিং জীবন তাতে উঠে আসবে। আমি ভীষণ গর্বিত যে আমাকে এই ধরনের একটি চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেয়ায়। আমি সবসময়ই চেয়েছি গল্প নির্ভর সিনেমায় চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে। আমি চেয়েছি, এমন কিছু সিনেমায় কাজ করতে যার মাধ্যমে একজন অভিনেত্রী হিসেবে আমি যুগের পর যুগ দর্শকের মধ্যে বেঁচে থাকবো। একজন ফিরোজা সেই ধরনেরই একটি চরিত্র। যে চরিত্রে কাজ করার জন্যই হয়তো বিগত কিছুটা দিন আমার প্রতীক্ষা ছিলো। একজন শিল্পীর দায়বদ্ধতার জায়গা থেকে, ভালোলাগার জায়গা থেকে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি সিনেমাটিতে কাজ করার জন্য। ধন্যবাদ বাংলাদেশ পুলিশ বাহিনীকে এমন একটি সিনেমা নির্মাণে অনুমোদন দেবার জন্য।’ সিনেমাটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ। নির্মাতা জানান বাংলাদেশ পুলিশ বাহিনীর অনুমোদনক্রমেই নির্মিত হবে ‘অর্জন ৭১’ সিনেমাটি। সিনেমাটির গবেষণা, সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন নিজে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ