প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী বাঁধন ব্যক্তিগত জীবনে মেয়েকে নিয়ে দিনযাপন করছেন। বিয়ে বিচ্ছেদের পর এখন পর্যন্ত এভাবেই থাকছেন। অভিনয়েও খুব একটা নিয়মিত নন। তবে শিঘ্রই অভিনয়ে ফিরবেন বলে জানিয়েছেন। আবার সংসার বাঁধবেন কিনা এমন প্রশ্নের জবাবে বাঁধন বলেন। পরিবারের সবাই চায় আবার বিয়ে করে সংসারজীবন শুরু করি। আমারও মনে হয় তা করা উচিত। সমস্যা হচ্ছে, আমাকে যে বিয়ে করবে তার পক্ষে আমার সঙ্গে তাল মিলিয়ে পথ চলা কঠিন হবে। নায়িকা, অভিনেত্রীদের দেখে বেশিরভাগ মানুষ আবেগে আপ্লুত হয়। ভাবে, নায়িকা বিয়ে করতে পারাটাই জীবনের বড় অর্জন। আর কী লাগে! এ ধারণা হয়তো আমার প্রাক্তন স্বামীর মধ্যেও ছিল। বাস্তবতা হচ্ছে, অভিনেত্রীদের সঙ্গে পথচলা অনেক কঠিন। একজন সাধারণ মানুষ, যিনি সাধারণভাবে দিনযাপন করেন তার সঙ্গে আমার পথচলা সম্ভব নয়। আমার সাথে পথ চলতে পারে, তার মানসিক শক্তি অনেক দৃঢ় হতে হবে। মানিয়ে নেয়ার মানসিকতা থাকতে হবে। এমন কারো সাথে সংসার করতে চাই। এখন পর্যন্ত এমন মানুষ পাইনি। আবার বলছি, আমার সঙ্গে পথচলার জন্য মানসিক শক্তিশালী হতে হবে। আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তাই যেই আমার জীবনে আসবে, সে যেন না ভাবে যে বউ হিসেবে সুন্দরী নায়িকা পেয়েছি আর কী লাগে জীবনে! তাকে বুঝতে হবে, সুন্দরী নায়িকা, অভিনেত্রীদের জীবন অতো সহজ নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।