Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুহিনের সুর-সঙ্গীতে লুইপা’র নতুন গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

সঙ্গীত পরিচালক হিসেবে সঙ্গীতশিল্পী মুহিন খান বেশ ব্যস্ত সময় পার করছেন। সঙ্গীত পরিচালনা নিয়েই তার ভাবনা বেশি। প্রথমবারের মতো মুহিন খানের সুর সঙ্গীতে এই সময়ের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা ‘তোমার প্রতি’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন জামাল হোসেন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। মুহিন খান বলেন, ‘আমার সঙ্গীত পরিচালনায় করা অন্যতম একটি গান এটি। গানটির কবিতা যখন হাতে পাই তখনই আমার মাথায় লুইপার নামটি আসে। লুইপা ভয়েস দেবার পর আমি নিজেই মুগ্ধ হয়ে যাই। অসাধারণ গেয়েছে সে। এটা সত্যি সব শিল্পীর ভাগ্যে সবসময় সুন্দর কথার, চমৎকার সুরের গান হয়না। লুইপা ভাগ্যবান যে অসাধারণ একটি গান গাইতে পেরেছে। লুইপা বলেন, ‘গানটি আমার নিজের অনেক পছন্দের, প্রিয় একটি গান। জামাল হোসেন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা এতো অসাধারণ একটি গীতি কবিতা আমাদের উপহার দেবার জন্য। আমার মনে হয় এই গানটির মধ্যে অনেক শ্রোতা দর্শক নিজেকে খুঁজে পাবেন। ধন্যবাদ মুহিন ভাইকে এতো অসাধারণ সুর করার জন্য। একজন শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি অনেক আবেগ দিয়ে, আন্তরিকতা দিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। শ্রোতা দর্শকের ভালোলাগলেই শিল্পী হিসেবে আমি ধন্য হবো।’ এদিকে এরইমধ্যে লুইপা শিবলী সাদিক পরিচালিত সালমান শাহ শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমায় কনক চাঁপার গাওয়া ‘তুমি মোর জীবনের ভাবনা’ গানটি নতুন করে গেয়েছেন। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। গানটির মিউজকি ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। শিগগিরই গানটি অনুপম রেকর্ডিং মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ