Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

১৫ আগস্ট ‘স্যাক্রেড গেমস টু’র প্রিমিয়ার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

সব গুঞ্জন আর সংশয়ের অবসান ঘটিয়ে ১৫ আগস্ট থেকে নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘স্যাক্রেড গেমস’-এর দ্বিতীয় মৌসুম শুরু হতে যাচ্ছে। নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে টুইটের মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে। একই সঙ্গে একটি টিজার/ট্রেলারও প্রকাশ করা হয়েছে। টুইটে মুম্বাইয়ের টাপোরি বাচনে আরও লেখা হয়েছে : “ভাই আর বোনেরা ক্যালেন্ডার বের কর, ‘স্যাক্রেড গেমস টু’র তারিখ আসছে।” বিক্রম চন্দ্র’র উপন্যাস অবলম্বনে ‘স্যাক্রেড গেমস’ নেটফ্লিক্সের প্রথম অরিজিনাল সিরিজ; এপি পরিচালনা করেছিলেন অনুরাগ কাশ্যপ এবং বিক্রমাদিত্য মোটওয়ানে। অনুরাগ এবারও গ্যাংস্টার গণেশ গাউতোন্ডের (সিদ্দিকি) ফ্ল্যাশব্যাক পরিচালনা করছেন আর মোটওয়ানের স্থলাভিষিক্ত হয়েছেন নীরাজ ঘাইওয়ান; তিনি সারতাজের (সাইফ) ফ্ল্যাশ-ফরওয়ার্ড অংশ পরিচালনা করেছেন। বর্তমান কাহিনীতে গাইতোন্ডেকে কেনিয়াতে প্রতিষ্ঠিত হতে দেখা যাবে এবং তার তৃতীয় বাবা গুরুজির (পঙ্কজ ত্রিপাঠী) ভূমিকা দেখান হবে। আর জোয়া মির্জার ভূমিকায় এলনাজ নওরোজিকে আবার দেখা যাব। নেওয়াজউদ্দিন সিদ্দিকি, সাইফ আলি খান এবং রাধিকা আপ্তে প্রথম মৌসুমে অভিনয় করেছিলেন। রাধিকার চরিত্রটির মৃত্যু হয়। আর এবার যোগ দিচ্ছেন কল্কি কেকলাঁ এবং রনবীর শোরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ