Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেইলর সুইফ্ট সর্বোচ্চ অর্থোপার্জনকারী তারকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

ফর্বস সাময়িকী গায়িকা টেইলর সুইফ্টকে বিশ্বের সবচেয়ে বেশি অর্থোপার্জনকারী তারকা হিসেবে ঘোষণা দিয়েছে। তারপরই কার্ডেশিয়ান পরিবারের সদস্য ও প্রসাধন রানি কাইলি জেনার এবং তার বোনের স্বামী র‌্যাপ গায়ক কানিয়ে ওয়েস্ট (১৫০ মিলিয়ন ডলার)। ফুটবলার লিয়োনেল মেসি (১২৭ মি. ড.), ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং নেইমারও ফর্বস সেলিব্রিটি হান্ড্রেড লিস্টের শীর্ষ দশে স্থান পেয়েছেন। শীর্ষ দশে আরও আছেন গায়ক এড শিরান (১১০ মি. ড.)। ১৯৭০-এর সফ্ট রক ব্যান্ড ঈগলস ২০১৮তে নতুন করে সফর শুরু করে শীর্ষ দশে অন্তর্ভুক্ত হয়েছে। টেইলর সুইফ্ট (২৯) তার ‘রেপুটেশন ট্যুর’ থেকে ১৮৫ মিলিয়ন ডলার আয় করে শীর্ষে আছেন। কার্ডেশিয়ানদের বোন রিয়েলিটি স্টার কাইলি জেনার (২১) তার অনলাইন লিপস্টিক ও প্রসাধন সামগ্রী থেকে আয় করেছেন ১৭০ মিলিয়ন ডলার; বছরের শুরুতে তাকে ফর্বস কনিষ্ঠতম বিলিওনেয়ার ঘোষণা দেয়। শীর্ষ ১০০ তারকা ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত ৬.৩ বিলিয়ন ডলার আয় করেছে। বক্সার ফ্লয়েড মেওয়েদার আর অভিনেতা জর্জ ক্লুনি গত বছর তালিকার দুই শীর্ষ স্থানে ছিলেন আর এবার শীর্ষ ১০ থেকে ছিটকে গেছেন। গায়িকা বিয়ন্সে ৮১ মি. ড. আয়ে তালিকার ২০ নম্বরে। আরিয়ানা গ্রান্ডে ৪৮ মি. ড. আয়ে ৬২তে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ