Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে চার মামলায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউপির চেয়ারম্যান এবং ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনকে বাদলকে সাময়িক বরখাস্থ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উসচিব মো. ইফতেখার আহম্মেদ চৌধুরী। গত বৃহস্পতিবার বিকেলে বরখাস্তকৃত পত্রের আলোকে জানা যায়, চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল তৎকালে জিআর নং-৮২(২)২০১২, ৩৩(২)২০১৩, ২৫(২০)২০১৪, ২১(২)২০১৪ মামলাগুলো আদালত মামলা আমলে নিয়ে বিচারকার্য পরিচালনা করেন এবং ১৭/৬/২০১৯ইং তারিখে উপসচিব ইফতাখার আহম্মেদ চৌধুরীর এক স্বাক্ষরিত চিঠিতে চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলকে চেয়ারম্যান পদের দায়িত্ব থেকে অব্যাহতি পত্র দেন। পত্র প্রাপ্তির পরও চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল তার কার্যক্রম অব্যাহত রাখায় পরিষদে মেম্বারদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া বিরাজ করছে। এ ব্যাপারে বোরহান উদ্দিন বাদলের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ