Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয় বারের মতো পুরস্কার পেলেন ওসি শ্যামল দত্ত

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ওসি শ্যামল কুমার দত্ত ঢাকা রেঞ্জের দক্ষ ও সফল তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়েছেন। ক্লুলেস হত্যা মামলার রহস্য উৎঘাটন করায় টানা তৃতীয় বারের মত তিনি সফল তদন্তকারী অফিসার হিসেবে এ পুরস্কার পেলেন।

গত বৃহস্পতিবার পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান শ্যামল দত্তের হাতে এ পুরস্কার তুলে দেন।

স্কুলছাত্র সজিব হত্যা মামলার মূল রহস্য উদঘাটনসহ অভিযুক্তদের গ্রেফতার করার জন্য তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

পুলিশের ঢাকা রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে পুরস্কার প্রদানের সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান মিয়া, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএমসহ ঢাকা রেঞ্জের সব পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

১৪ জুন টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের বাহিরশিমুল গ্রামের নানার বাড়ি থেকে নবম শ্রেণীর ছাত্র সজিব মিয়া ঘুরতে বের হয়ে নিখোঁজ হয়। দু’দিন পর কালিহাতী উপজেলার হতেয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে গোয়েন্দা পুলিশ এ হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশের একজন কনস্টেবলসহ তিনজনকে গ্রেফতার করে। তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

পুরস্কার পাওয়ার পর টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ওসি শ্যামল কুমার দত্ত বলেন, যে কোন পুরস্কার আনন্দ ও গৌরবের। তবে পুরস্কার পেয়ে কাজের দায়িত্ব আরও বেড়ে গেল বলে তিনি উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ