Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে ইউপি নির্বাচনে ১ জন নিহত, আহত ২০ : পাগলা কেন্দ্র স্থগিত

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : গফরগাঁও উপজেলার সদর ৪নং সালটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুখুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার সকালে ও দুপুরে দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে দু দফা সংর্ঘষের ঘটনায় ১জন নিহত ও ২০ আহত হয়েছেন । প্রথমে সাধারণ ওর্য়াডের সদস্য প্রার্থী মোশারফ হোসেন (মোরগ প্রতীক) ও মো. আবদুল করিম (তালা প্রতীক)কের মধ্যে মারামারি ও গুলাগুলি হয়ে । এতে উভয় পক্ষে ২০জন আহত হয়েছে । এদের মধ্যে মো. মোশারফ হোসেন সমর্থিত বাগুয়া গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে আওয়ামী লীগ সমর্থিত মো. শাহজাহান (৫০) দুপুর আড়াইটার দিকে নিহত হন । আহত ৫জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অন্যান্য আহতদেরকে গফরগাঁও হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে ।গফরগাঁও হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত ডাঃ আসিফ মাহমুদ জানান ,নিহত শাহজাহানের শরীরে আঘাতের চিহৃ পাওয়া যায়নি । এদিকে নিগুয়ারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাতলাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে বলে রিটার্নিং অফিসার মো. বেলায়েত হোসেন জানান । সকালে দু দফা দু পক্ষের সদস্যদের মধ্যে মারামারি ও ব্যালট ছিনতাইয়ের কারণে স্থগিত করা হয়েছে ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ